চাঁদপুরে ১৫ পুলিশসহ ৪৪ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২০ জুন ২০২০, ২০:২৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে নতুন করে ১৫ জন পুলিশসহ আরো ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন পুলিশ সদস্যসহ ২৬ জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাজীগঞ্জে একজন, শাহরাস্তিতে একজন এবং ফরিদগঞ্জে একজন।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৪ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকালে ৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪টি পজেটিভ। নেগেটিভ ৫৪টি। আরেকটি পজিটিভ রিপোর্ট আগের আক্রান্ত রোগীর।

জেলায় ৫৫৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ২০৮ জন, মতলব দক্ষিণ ৭১জন, শাহরাস্তিতে ৬৪জন, হাজীগঞ্জে ৬৩ জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৪ জনের মধ্যে হাজীগঞ্জ ১৩ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ছয়জন, কচুয়ায় চারজন, মতলব উত্তরে চারজন, শাহরাস্তিতে তিনজন এবং মতলব উত্তরে দুজন।

(ঢাকাটাইমস/২০জুন/কেএম)