যশোরে আরো ৩০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০২০, ২৩:০২ | প্রকাশিত : ২০ জুন ২০২০, ২২:৫২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় যশোরে নতুন করে আরো ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ভেতরে আনিচুর রহমান নামে এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷ ৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৫টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এর মধ্যে যশোরে নতুন ৩০ জনের এবং পুরাতন রোগীদের ফলোআপ রিপোর্ট পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ল্যাবটিতে যশোরের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি থেকে আজ ৯৬ জনের নমুনা পরীক্ষা রিপোর্ট এসেছে এর মধ্যে নতুন ৩০ জনের এবং পুরনো রোগীর ভেতর পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷ ৩০টি করোনা পজিটিভ রিপোর্টের মধ্য আনিচূর রহমান নামে অভয়নগর উপজেলার পৌর এলাকার এক ব্যবসায়িক রোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷ নতূন আক্রান্তরা হলেন সদর উপজেলার ১১ জন, অভয়নগর উপজেলার ১৫ জন, কেশবপুর উপজেলার চারজনের এবং পুরাতন চিকিৎসাধীন রোগীদের ফলোআপ রিপোর্ট পাঁচজনের কোভিড-১৯ করোনা ভাইরাস আবারো শনাক্ত হয়েছে৷

তিনি আরো জানান, যশোরে এ পর্যন্ত ৩২১ জনের করোনা পজিটিভ শনাক্ত এবং অভয়নগরে দুজনের মারা গেছে৷ মৃত ব্যক্তিদের মধ্য গত ১৫ জুন মারা যাওয়া এক ব্যক্তির শ্যাম্পুল কালেকশন করা হয়েছিল নতুন ৩০টি রিপোর্টের মধ্য ওই মৃত ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আনিচুর রহমান নামে পৌর এলাকার একব্যক্তি জ্বর শাসকষ্ট নিয়ে ১৫ জুন হাসপাতালে চিকিৎসা নিতে আসে৷ এরপর ওই ব্যক্তির স্যাম্পুল কালেকশন করা হয়৷ পরে তাকে খূলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়৷ খূলনা নেয়ার পথে তিনি মারা যান৷ নতুন ৩০টি রিপোর্টের মধ্য ১টি ওই মৃত ব্যক্তির৷

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :