পাবনায় বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৩:০৫

পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সোবাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি।

নিহত আব্দুস সোবাহান সাথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের গৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, গতরাতে সাথিয়া থানা পুলিশ মাদক কেনাবেচার সংবাদ পেয়ে উপজেলার করমজা কবরস্থানের পাশে ঈদগাহ্ মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায় মাদক কারবারিরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুস সোবাহানের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ গ্রাম হেরোইন, একটি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :