করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৭:২৬

মেহেরপুরে আপেল হোসেন নামের এক ভূষিমাল ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কুইক রেসপন্স টিমের মাধ্যমে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, গাংনী উপজেলা সাহারবাটি গ্রামের ভূষিমাল ব্যবসায়ী আপেল হোসেন বেশ কয়েকদিন ধরে স্বর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত তাকে মেহেরপুরে জেনারেল হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা।

করোনাভাইরাস উপসর্গ সন্দেহ হওয়ায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে তার অবস্থা বেশি খারাপ হলে ভোরে ঢাকায় যাবার পথে তার মৃত্যু হয়।

তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে দাফনের ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/২১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :