সিংড়ায় আটজনকে জরিমানা করেছে করোনা প্রতিরোধ পক্ষ

প্রকাশ | ২১ জুন ২০২০, ১৭:৫৩

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘নো মাস্ক, নো সার্ভিস’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে করোনা প্রতিরোধ পক্ষের কার্যক্রম। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট মাঠে করোনা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে পৌর শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মাস্ক না পরার অপরাধে আটজনের থেকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৪৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ওসি নুর-এ-আলম সিদ্দিকী, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

ঢাকাটাইমস/২১জুন/পিএল