ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৯:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জেলা সদর ও আশুগঞ্জ উপজেলায় তারা মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার ভোরে শহরের কাজীপাড়া এলাকার শাহনেওয়াজ করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হবিগঞ্জের মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন।

শনিবার বিকেলে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভোরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে ভোর ৫টার দিকে মারা যান তিনি।

এদিকে একই সময়ে জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা মোল্লাবাড়ি এলাকার আবু তাহের মিয়া নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। শনিবার দুপুর থেকে তার জ্বর, সর্দি ও কাশি ছিল। মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে। সিভিল সার্জন ডা. একরামুল্লাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩৩ জনে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

(ঢাকাটাইমস/২১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :