সুনামগঞ্জে বর্ষাকালীন সবজি চাষে প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২১ জুন ২০২০, ২১:৩১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিনশ পরিবারকে বর্ষাকালীন সবজি চাষের জন্য কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে ২০১৯-২০২০ অর্থ বছরে পারিবারিক সবজি বাগান স্থাপনের লক্ষে প্রথম পর্বে উপজেলা সদর ইউনিয়নের ৩৫ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়।

প্রণোদনার মধ্যে রয়েছে- সবজি বাগানের বেড়া ও সারের জন্য ১৯৩৫ টাকা এবং ১২ প্রজাতির বীজ।

বিতরণ পূর্ব আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলার সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হাসান প্রমুখ।

ঢাকাটাইমস/২১জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :