যশোরে আরো ১০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২০, ২২:৪৫

গত ২৪ ঘণ্টায় ৫১টি নমুনার মধ্যে যশোরে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩২৬-এ দাঁড়ালো।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২০ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে মোট ৮৩ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি নমুনা পজিটিভ রেজাল্ট দিয়েছে।

নমুনাগুলোর মধ্যে যশোরের ৫১টি ছিল। এর মধ্যে দশটিকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া নড়াইলের ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১টি পজিটিভ হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানান ডা. শিরিন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ৫১টি নমুনা রিপোর্টের মধ্য ১০টি রিপোর্ট পজিটিভ এসেছে৷ শনাক্তদের অবস্থান ও তাদের ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :