বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ

স্বপন মজুমদার, বাহারাইন
| আপডেট : ২১ জুন ২০২০, ২৩:০৯ | প্রকাশিত : ২১ জুন ২০২০, ২২:৫৮

বাহারাইনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। শনিবার বিকাল ৫টায় দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে গিফট বক্সগুলো তুলে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- দূতালয় প্রধান রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

এর আগে গত (৪ এপ্রিল) থেকে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ কার্যক্রম শুরু করে বাংলাদেশ দূতাবাস। প্রায় ৫১০০ জন প্রবাসী বাংলাদেশি কর্মী আবেদনের মাধ্যমে এতে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত সকলের নিকট খাদ্যসামগ্রী প্যাকেট ইতোপূর্বে কমিউনিটির নেতৃবৃন্দের সহায়তায় পৌঁছে দিয়েছে দূতাবাস।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :