বাউফলে মৃত দুই মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত

প্রকাশ | ২২ জুন ২০২০, ১৬:৪০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা দুই মুক্তিযোদ্ধার করোনা পজিটিভ এসেছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই দুই মুক্তিযোদ্ধার নাম কাওসার আহম্মেদ দেওয়ান (৬৫) ও মো. খলিলুর রহমান (৬৯)। এরা বাউফল পৌরশহরের বাসিন্দা।

জানা গেছে, গত ১৮ জুন রাতে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়ি মৃত্যুবরণ করেন ওষুধ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা কাওসার দেওয়ান। একই দিনে মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আক্তারুজ্জামান বলেন, উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ওই দুই মুক্তিযোদ্ধার নমুনা নিয়ে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হলে আরটিপিসিআর টেস্টে পজিটিভ আসে।

এর আগে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৯০) ও সোনালী ব্যাংকের কর্মকর্তা জয়নাল আবেদিন (৫৮)-এর করোনা পজিটিভ আসে। এ নিয়ে বাউফল উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন মৃত্যুবরণ করলেন।

এ বিষযে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা সকল ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)