কমলগঞ্জে চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত

প্রকাশ | ২২ জুন ২০২০, ১৬:৫৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চিকিৎসকসহ নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দুজন, পৌর এলাকার পানিশালা গ্রামে একজন ও রহিমপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে একজন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে নতুন করে এ চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। সোমবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে আইসোলেশনে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন আমাদের উপজেলা স্বাস্থ্যকমপেক্সের ডাক্তার, তিনি উপজেলার করোনা ইউনিটের কাজ করেন। এছাড়াও তিনি করোনা আক্রান্ত রোগীদের বাসা লকডাউন ও নমুনা সংগ্রহে কাজের দায়িত্বে ছিলেন।

কমলগঞ্জে এ নিয়ে ৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন, এর মধ্যে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ১৬ জন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)