অনলাইনে উচ্চ শিক্ষা নিয়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কনফারেন্স

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ জুন ২০২০, ১৭:২৯

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন অনুষদের উদ্যোগে গত শনিবার ‘অনলাইন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

ব্যবসা প্রশাসনের ডিন প্রফেসর রনজিত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

আলোচনায় আরো অংশ নেন ইউনাইটেড ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের অধ্যাপক ও এমবিএ ডিরেক্টর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী, মালয়েশিয়ার বাইনারী ইউনিভার্সিটির বাইনারি গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. আসিফ মাহবুব করিম, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব মার্কেটিংয়ের সিনিয়র লেকচারার ড. ফজলুল রব্বানী, যুক্তরাজ্যের সিনিয়র রিসার্চ এনালিস্ট ড. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের কোঅর্ডিনেটর ও কনফারেন্সের আহ্বায়ক ড. মো. সরওয়ার উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউ এসির ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তীর সঞ্চালনায় কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি অবজারভার হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরাও অংশ নেন।

ড. সেলিম প্রবন্ধে বর্তমান বাংলাদেশে অনলাইনে হায়ার এডুকেশনের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জগুলোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে অনলাইনের ব্যবহার অনস্বীকার্য। তাছাড়া বর্তমানে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই এর প্রয়োজনীয়তা অনেক গভীরভাবে উপলব্ধি করছেন। এ অনলাইন শিক্ষা পরিচালনার ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধাও রয়েছে। তবে সরকার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ অনলাইনে উচ্চ শিক্ষা কার্যক্রম আরো এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বর্তমান এ কঠিন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা, দক্ষতা অর্জন, গবেষণা সবই চলছে। তিনি শিক্ষার্থীদেরকে অনলাইনে জ্ঞান অর্জনে সম্পৃক্ত থাকার মাধ্যমে মূল্যবান সময়ের সদ্ব্যবহার করার আহ্বান জানান।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :