জনতা ব্যাংক পলাশবাড়ী শাখা লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২০, ১৯:২০

গাইবান্ধায় জনতা ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখা লকডাউন ঘোষণা করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন। পৌরশহরের রংপুর-ঢাকা মহাসড়কেরর পাশে অবস্থিত ব্যাংক শাখাটির ক্যাশিয়ার আফিসার ফজলুল করিম (৩৮) করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার দুপুরে এ লকডাউন ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২২ জুন থেকে ২৭ জুন ছয় দিনের জন্য এ ব্যাংক ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

এসময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ জানান, ব্যাংক কর্মকর্তা ফজলুল করিমের করোনার উপসর্গ দেখা দিলে ১৭ জুন তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২১ জুন তার করোনা শনাক্তের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি জানতে পেরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান জানান, ব্যাংক কর্মকর্তা ফজলুল করিম জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

ঢাকাটাইমস/২২জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :