লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২২ জুন ২০২০, ২২:১৮

লক্ষ্মীপুরে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকা আনোয়ার খাঁন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাত ১০টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নমুনা দেয়ার পর ফলাফল নেগেটিভ আসে। সোমবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়। সিভিল সার্জন ছাড়াও নতুন করে আরো ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরছেন প্রায় ৩০০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১৩ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে আরো ৬০ জন মারা গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

তবে করোনা সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন, রায়পুর, রামগঞ্জ ও রামগতি পৌরসভা এবং কমলনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে ৭ম দিনের মত লকডাউন চলছে। তবে শুরুতে লকডাউন কার্যক্রম হলেও বর্তমানে ঢিলাঢালাভাবে চলছে।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :