হাসপাতাল ছাড়লেন ‘কোভিডমুক্ত’ ডা. সিয়াম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২০, ২৩:১৮

মহামারি করোনার ছোবল থেকে সুস্থতার পথে দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ কার্ডিয়াক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম। করোনা পজিটিভ আসার ১৭ দিন পর হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন দ্বিতীয় টেস্টে তার নেগেটিভ এসেছে।

সোমবার তার পরীক্ষার ফলাফল পেয়েছেন বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আশ্রাফুল হক সিয়াম। বর্তমানে আনোয়ার খান মেডিকেলর সহযোগী অধ্যাপক ডা. রুবাইয়াত শেখ গিয়াসউদ্দিনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। রাতেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। তিনদিন পরে তৃতীয় টেস্টের জন্য নমুনা দেবেন বলে জানিয়েছেন।

সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে এই চিকিৎসক বলেন, আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও ভালোবাসায় আমি এখন কোভিডমুক্ত। অসুস্থতার এই সময়টাতে সবার যে ভালোবাসা পেয়েছি তা আমাকে চিরজীবন ঋণী করে রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ ও কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়ার মাধ্যমে নিয়মিত এই তরুণ চিকিৎসকের খোঁজ রেখেছেন বলে জানা গেছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. সিয়াম।

নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, গত ৭ জুন অল্প জ্বর, নাকে গন্ধ লোপ পাওয়া, অরুচি ও শারীরিক দুর্বলতা অনুভূত করি। পরে নিজ থেকেই হোম আইসোলেশনে চলে যাই। পরদিন পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে অপেক্ষা করতে থাকি। প্রথমদিন অসুস্থতাকে পাত্তা না দিলেও ধীরে ধীরে তীব্রতা টের পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম অসুস্থতার মাত্রা বাড়ছে। পরে ১১ জুন রিপোর্ট এলো আমার কোভিড-১৯ পজিটিভ।

ডা. সিয়াম বলেন, রিপোর্ট হাতে পাওয়ার দুদিন পার হতেই রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমাগত কমে যায়। সঙ্গে জ্বর ও কাশি নিয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হই। ১৭ দিন করোনার চিকিৎসা শেষে আজ ১ম নমুনার নেগেটিভ রিপোর্ট হাতে পেলাম।

শেষ ধাপের পরীক্ষা শেষে নেগেটিভ এলে পরে আবারো রোগীদের সেবায় কাজ করার কথা বলেন এই হৃদরোগ বিশেষজ্ঞ।

(ঢাকাটাইমস/২২জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :