হাসপাতাল থেকে বাসায় মির্জাগঞ্জের ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:২১ | প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৫:৫০

সুস্থবোধ করায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা পুটুয়াখালীর মির্জাগঞ্জের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। সোমবার রাতে উপজেলার দেউলী সুবিদখালীর চেয়ারম্যান মো. আজিজ হাওলাদারকে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে একথা ঢাকাটাইমসকে জানিয়েছেন চেয়ারম্যানের ছেলে মো. আনোয়ার হোসাইন।

তিনি বলেন, আব্বা আগের থেকে সুস্থ আছেন। শ্বাসকষ্ট থাকায় তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছিল। সবার দোয়ায় এখন তার শ্বাসকষ্টও কম। সোমবার রাতে তাকে বাসায় আনা হয়েছে।

জ্বর, শ্বাসকষ্টে ভুগতে থাকা এই চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। পরে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডা-কাশিজনিত রোগে ভুগছিলেন। মাঝে জ্বর কিছুটা কম বোধ করলেও পরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

হাসপাতালে করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যানপুত্র।

(ঢাকাটাইমস/২৩জুন/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :