করোনায় এক্সিম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশ | ২৩ জুন ২০২০, ১৬:৩২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদ (তুষার) মারা গেছেন। তিনি ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের দুজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন, ডাচ-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন রয়েছেন।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন গত দুই দিনে করোনায় মারা গেলেন।

(ঢাকাটাইমস/২৩জুন/আরএ/জেবি)