মুন্সীগঞ্জে একদিনে ২৪ করোনা রোগী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৯:১৫

মুন্সীগঞ্জের ছয় উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৫৬ জন।

এদিকে জেলায় নতুন করে ২৪ জনসহ মোট ৫২২ জন এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছে। মঙ্গলবার বিকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ ও ২২ জুন নিপসমে পাঠানো নমুনার মধ্যে ২৪৩টির ফলাফল মঙ্গলবার এসেছে। প্রাপ্ত ফলাফলে নতুন করে আক্রান্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায়-আটজন, টঙ্গীবাড়ী তিনজন, সিরাজদিখান দুজন, লৌহজং একজন, শ্রীনগর আটজন ও গজারিয়া দুজন রয়েছে। তবে জেলায় করোনা আক্তান্ত হয় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪৪। নতুন করে সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে সিরাজদিখানে ১৪ জন ও সদর উপজেলার ১০ জন রয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষার জন্য নিপসমে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে জেলা থেকে মোট ৯ হাজার ছয়জনের নমুনা প্রেরণ করা হলো। এদের মধ্যে ৮ হাজার ৫১১ জনের ফলাফল এখনো পর্যন্ত পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :