ঠাকুরগাঁওয়ে আরো পাঁচজন করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৩ জুন ২০২০, ২২:২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ে নতুন করে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙ্গালিপাড়া গ্রামের  একজন মোবাইল সেলসম্যান (২০), বড়গাঁও গ্রামের ঢাকাফেরত একজন পুরুষ (৩৩), কবিরাজপাড়া গ্রামের এক ব্যবসায়ী (৩২), বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের  একজন পুরুষ ও পীরগঞ্জের বৈরচুনা গ্রামের  একজন পুরুষ।

মঙ্গলবারও নতুন করে ২২ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাঠানো হয়েছে ২৫০৭ জনের নমুনা। ২৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য পেন্ডিং রয়েছে।

এদের মধ্যে ৯৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যুবরণ করেছেন দুজন।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিআির ল্যাবে ক্ষমতার বেশি নমুনা পাঠানোর কারণে এবং নিয়মিত পরীক্ষা না হওয়ায় আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহ কম ছিল। তবে জমে থাকা নমুনার রিাপোর্টে পাঁচজন আক্রান্ত ধরা পড়ে। তবে আশার খবর হলো জেলায় আক্রান্তদের মধ্যে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যের সংখ্যা দুজন।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)