সড়ক সংস্কার না করায় অহরহ ঘটছে দুর্ঘটনা

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১৩:৪৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার থেকে পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌঘাটিতে যাওয়ার দুই কিলোমিটার ইটের সড়কের বেশ কয়েকটি স্থান ভাঙা। কোথাও কোথাও ইট সড়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সড়কটি সংস্কার না করায় কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অহরহ ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড় আম্পানে ধ্বংসযজ্ঞ ও বর্ষা মৌসুমের কারণে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার সংবাদ শোনা যাচ্ছে। সড়কটি এখন যে অবস্থায় রয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নৌঘাটির লোকজন ছাড়াও সাউগারকান্দা, পশরবুনিয়া, দশকানি, ছোনখলা, চড়পাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। তাদের যাতায়াতের প্রধান বাহন ভাড়াটে মোটরসাইকেল। এছাড়াও ব্যবসায়িক বাহন হিসেবে ভ্যানগাড়ি ও ইঞ্জিনচালিত টমটম (ভ্যান) চলাচল করে। যা এখন সড়কের দুরাবস্থার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এতে গ্রামের ছোট ব্যবসায়ীদের পণ্যবহনসহ জরুরি রোগী যাতায়াতে চড়ম বিপাকে পড়তে হচ্ছে।

পশরবুনিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে এখন আরো খারাপ হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য লিটন সাউগার বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য আমি বিভিন্ন মহলে ছুটোছুটি করছি। সড়কটির যে অবস্থা তাতে সামান্য কিছু বরাদ্ধ হলেই মোটামুটি চলাচলের উপযোগী করা যাবে। এছাড়া সড়কটি সংস্কারে ব্যাক্তিগতভাবে আগেও অর্থায়ন করেছি এবারও কিছু সহযোগীতা করব।’

এ বিষয়ে লালুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, ‘আমার পরিষদ থেকে দেড় লাখ টাকা বরাদ্ধ দিয়ে কিছুটা কাজ করেছি। এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তার পরিষদ থেকে এক লাখ টাকার বরাদ্ধ দিয়েছেন। পাশাপাশি আভাস নামের একটি এনজিও নগদ কিছু অর্থ দেবে বলে জানিয়েছে। এগুলো দিয়ে খুব দ্রুত সংস্কার কাজ শুরু করব বলে আশা করছি। কিন্তু সম্পূর্ন কাজ করতে আরও কিছু অর্থের প্রয়োজন রয়েছে।’

সড়কটি সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে তিনি আক্ষেপের সুরে বলেন, ‘সড়কটি নিয়ে ইতোমধ্যে আমি বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু এখনও কোনো সুরাহা পাইনি। আমার ক্ষুদ্র বরাদ্ধ হতে এতো বড় সড়ক সংস্কার সম্ভব নয়।’

ঢাকাটাইমস/২৪জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :