অবৈধভাবে মাটি উত্তোলনে যুবকের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১৮:১২

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইকবাল হোসেন নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান মঙ্গলবার বিকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন।

অর্থ দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন বরিশল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভিযান চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, বরিশল গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে একটি চক্র মাটি উত্তোলন করছে- সেই গোপন সংবাদে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তোলার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :