‘নো মাস্ক, নো সার্ভিস’, চারজনের জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১৮:২৫

করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্লোগান সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন। বুধবার দিনব্যাপী সিংড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষ ও পরিবহন যাত্রীদের সচেতন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।

এসময় শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধান না করায় চারজনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার একশ টাকা জরিমানা আদায় করেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এরপরও যারা মোড়ে মোড়ে অহেতুক আড্ডা দিচ্ছে ও মাস্ক পরিধান করছে না- তাদের কাছ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :