এএসপি পদে ২৯ পুলিশ পরিদর্শকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১৯:৫৩

বাংলাদেশ পুলিশের ২৯ পুলিশ পরিদর্শককে (শহর ও যানবাহন) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক ট্রেনিং এন্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মুরাদ খান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মমতাজ উদ্দিন, ফরিদপুর জেলার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইলিয়াস হোসেন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মারুফ উল হাসানকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া রংপুর রেঞ্জ রিজার্ভ ফোসের (আরআরএফ) পরিদর্শক মো. মিজানুর রহমান, রংপুর এসপি অফিসের মো. তবারক আলী সরকার, এবিএম রেজাউল হোসেন কুষ্টিয়া এসপি অফিসের মো. আজম খান, ঢাকা পুলিশ অধিদপ্তরের দেলোয়ার আহম্মদ, ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশনের (পিবিআই) রুপক কুমার সাহা, দেওয়ান আবুল হোসেন, এটিএম মনিরুজ্জামান, চাঁদপুর এসপি অফিসের মো. আবু জাফর, খুলনা মহানগর পুলিশের কেএমপি) মো. নাসির খান, এস.এম নাফিজুর রহমান, মো. সাইফুল আলম চৌধুরী, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উজ্জল কুমার দে, ঢাকার পুলিশ বিশেষ শাখার (এসবি) একেএম খালেকুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মো. ফজলুল করিম সেলিম, চুয়াডাঙ্গা এসপি অফিসের মো. এনামুল হক, টাঙ্গাইল এসপি অফিসের মো. আবদুছ ছালাম মিয়া, ঢাকা এন্ট্রিটেরোরিজমের সুকুমার মোহন্ত, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মো.ওমর ফারুক, ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মাসুদ করিম, আতিক আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ এসপি অফিসের একেএম শাহীন মন্ডল,ফরিদপুর এসপি অফিসের মো. মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ এসপি অফিসের সৈয়দ সহিদ আলমকেও সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ জুন/এএ/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :