সাপের কামড়ে একই ঘরে পরপর তিনজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২০:১৫

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

প্রায় এক বছর আগে নিহতের মেয়ে ময়না (১১) এবং দুই বছর আগে স্ত্রী নুরজাহান একই ঘরে সাপের কামড়ে মারা যান।

বুধবার সকালে সরেজমিনে গেলে প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এ সময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে ফেলে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও বক্করকে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া অপরাগ স্বীকার করলে রাতেই মোটরসাইকেলযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, একই ঘরে প্রায় এক বছর আগে নিহত ব্যক্তির মেয়ে ময়না ও দুই বছর আগে স্ত্রী নুরজাহানের সাপের কামড়ে মৃত্যু হয়।

নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৪জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :