সাতক্ষীরায় করোনার উপসর্গে আরও তিন মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২১:৩৯

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত রাত থেকে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার।

তিনি জানান, গত রাত থেকে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের শেখ রহমতুল্লার ছেলে আনোয়ার হোসেন (৮৩) হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বুধবার দুপুর দেড়টার দিকে মৃত্যু হয় তার।

এদিকে শ্বাসকষ্ট নিয়ে সোমবার হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) । পরদিন রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তার।

অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৮ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/২৪জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :