বড়লেখায় মাস্ক ছাড়া ঘুরাফেরা করায় দশজনকে জরিমানা

প্রকাশ | ২৪ জুন ২০২০, ২২:৪৩

বড়লেখা প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের  বড়লেখায় মাস্ক ছাড়া ঘুরাফেরা করায় দশজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের থেকে মোট ১৬০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের তোয়াক্কা না করেই বড়লেখার বিভিন্ন শ্রেণির মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে ও মাস্ক ব্যবহার না করে চলাফেরা করছে। এছাড়া বিকেল ৪টার পরও দোকানপাঠ খোলা রাখা হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়।

সহকারী কমিশনার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া আইন অমান্য করায় দশজনকে এ জরিমানা করেছেন তিনি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৪জুন/পিএল