বগুড়ায় করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ১২:৫৬

বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। নতুন এই আক্রান্তদের মধ্যে ৭৬ জন পুরুষ, ২৯ জন নারী এবং ৪ শিশু রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি এসব তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬৫টি নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৪৬টি নমুনার ফলাফলে ৪৪ জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন, শেরপুরে ৭ জন, শাজাহানপুরে ১০ জন, গাবতলীতে ৬ জন, কাহালুতে ৩ জন, ধুনটে ২ জন, শিবগঞ্জে ২ জন, আদমদীঘি, নন্দীগ্রাম ও সারিয়াকান্দিতে একজন করে শনাক্ত হয়েছেন।

নতুন ১০৯ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২৫১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮৩ জন। মারা গেছেন ৪৩ জন। ফলে বর্তমানে মোট রোগীর সংখ্যা ২১৯০ জন।

ঢাকাটাইমস/২৫জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :