মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাস্ক বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ১৭:২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ির আমতল সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এতে সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে জরিমানা করা হয়। এছাড়া যেসব যাত্রী ও চালকদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মানিকছড়ির আমতলে করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে এই অভিযান চালানো হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ও মোটরসাইকেল চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ১০টি মামলায় চার হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফতা আসমা বলেন, বর্তমান প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু অনেকেই তা মানছে না। তাই দিনদিন সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :