লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ১৯:১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শমসের নগর সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত মিজানুর রহমান (৩২) পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে চার-পাঁচজন যুবক গরু পারাপারের জন্য সমশের নগর সীমান্তের কাছে গেলে ভারতের চোয়াংগার খাতা বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় মিজানুর রহমান গুরুতর আহত হলেও অন্যরা পালিয়ে আসে।

পরে মিজানকে ঘটনাস্থল থেকে তার সঙ্গে থাকা ব্যক্তিরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :