মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২১:৫৩

মাগুরা সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত ও পাঁচটি বাড়ি ভাঙচুর হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চাউলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের আযান পছন্দ না হওয়ায় তাকে বাদ দিয়ে অন্যকে নিয়োগ দিতে চান চাউলিয়া গ্রামের মমিন হোসেন। এসময় গ্রামের আক্তার হোসেনসহ অন্যরা করোনা মহামারীর মধ্যে ওই মোয়াজ্জিনকে বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আক্তার হোসেন, বসির হোসেন, আশিকুল, ঝুমুর, নুরোল বিশ্বাস, আব্দুল হাইকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সংঘর্ষে পাঁচটি বাড়িও ভাঙচুর হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

ঢাকাটাইমস/২৫জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :