নীল রঙ লেমন ফ্লেভার ও স্পিরিট দিয়ে স্যানিটাইজার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২২:০১

কেবল নীল রঙ, লেমন ফ্লেভার, স্পিরিট আর জেল দিয়ে তৈরি হচ্ছিল স্যানিটাইজার। করোনাকালে এসব পণ্যের চাহিদা থাকায় একটি চক্র এগুলো তৈরি করে বাজারে ছাড়ছে। স্যানিটাইজার তৈরিতে যেসব উপকরণ ব্যবহার করা হয় তার কোনোটিই এখানে নেই। সেই সঙ্গে নেই সরকারি কোনো অনুমোদন।

আকর্ষণীয় প্যাকেজিং করে গত এক সপ্তাহে 'কাজী ম্যানুফ্যাকচার' নামের একটি প্রতিষ্ঠান প্রায় আড়াই কোটি টাকার হ্যান্ডসেনিটাইজার, হেক্সিসল বাজারে ছেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার এবং তৈরির কাঁচামাল জব্দ করেছে র‌্যাব। আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিক মো. কাজী মুন্নাকে।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন, প্রতিষ্ঠানটি আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অননুমোদিতভাবে ভেজাল হ্যান্ডস্যানিটাইজার তৈরি, মজুদ ও বাজারে বিক্রি করে আসছিল। এসব তৈরিতে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু তারা অনুমোদন ছাড়াই এগুলো তৈরি করছিল। প্রতিষ্ঠানটি লাখ লাখ পিস হ্যান্ডরাব তৈরি করেছে এবং বাজারজাত করে আসছে। অভিযানকালে লক্ষাধিক হ্যান্ডরাব জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় দেড় থেকে দুই কোটি টাকা।

অভিযানে মো. কাজী মুন্না, মো. শান্ত, মো. সাব্বির সরদার ও আব্দুল মান্নান ভূঁইয়া নামে চারজনকে আটক করা হয়। এরমধ্যে তিনজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানের মালিকের বরাতে পলাশ বলেন, গত সপ্তাহেও তারা প্রায় দুই লাখ পিস হ্যান্ডরাব তৈরির করে বাজারে বিক্রি করেছে। যার দাম প্রায় আড়াই কোটি টাকা।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

প্রবাসীদের ফেসবুক-ইনস্টাগ্রাম হ্যাক করে ব্লাকমেইলিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, দুজন গ্রেপ্তার

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :