নমুনা না দিয়েও করোনা শনাক্ত!

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২২:২৩

কুষ্টিয়া পূর্ব মজমপুরের বাসিন্দা গোলাম রসুল। ষাটোর্ধ্ব এই ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্যাথলজি বিভাগে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। ২০১৭ সালে চাকরি থেকে অবসরে যান। বুধবার রাতে গোলাম রসুল করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে তার বাড়িটি লকডাউন করতে যায় প্রশাসন।

করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই গোলাম রসুলের। সেই সঙ্গে তিনি আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনাও দেননি কোথাও। তবে কিভাবে তার করোনা টেস্ট রেজাল্ট পজেটিভ এলো তা নিয়ে চিন্তিত তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের ২৪ জুনের দেয়া ২৭টি করোনা পজেটিভ নমুনার মধ্যে গোলাম রসুলের নমুনা রয়েছে।

গোলাম রসুল বলেন, আমার শরীরে ঠান্ডা, জ্বর কিংবা করোনার উপসর্গ কিছুই নেই। মাঝে মধ্যে বাজারে যাই, এজন্য করোনা হতে পারে শঙ্কায় ফ্লু কর্ণারে গিয়েছিলাম। তবে আমি নমুনা দেইনি। নাম রেজিস্ট্রেশন করেছিলাম।

তিনি বলেন, হঠাৎ বুধবার রাতে পুলিশ এসে বলে আমি করোনা পজেটিভ রোগী। বাড়ি লকডাউন করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নাহার বেগম বলেন, হয়তো গোলাম রসুলের নাম লিখিয়ে চেয়ারে অন্যকেউ করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন। তবে যিনি নমুনা দিয়েছেন তিনি করোনা পজেটিভ। কে গোলাম রসুলের পরিবর্তে নমুনা দিয়ে গেছে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, গোলাম রসুল নামের ওই ব্যক্তি করোনা পরীক্ষা করানোর জন্য রেজিস্ট্রেশন করেছেন। তিনি নমুনা দেয়ার জন্য লাইনেও দাঁড়িয়েছেন। তবে হঠাৎ তিনি চলে যান। এই সময়ে অন্য কেউ নমুনা দিয়েছেন। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে আমাদের আরো সতর্ক হওয়া উচিৎ ছিল। আমরা গোলাম রসুলের নমুনা নেয়ার ব্যবস্থা করছি।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :