বগুড়ার সিভিল সার্জন করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ০০:৫৮

করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের এই দুই কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় ২৪ জুন বুধবার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিকালে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

ডেপুটি সিভিল সার্জন আরো বলেন, স্যারের পরিবার ঢাকায় থাকেন। তিনি তার দপ্তরের ওপর তলায় একটি কক্ষে বসবাস করেন। স্যারের এমনিতে কোন সমস্যা নেই। কিন্তু যেহেতু তিনি একা থাকেন, সে কারণে আমরা তাকে হাসপাতালে নেওয়ার চিন্তা-ভাবনা করছি।

এদিকে, ডা. সামির হোসেন মিশু জানান, তার গায়ে জ্বর এবং গলা ব্যথা রয়েছে। তিনি তার বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :