বকশীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১১:১২

জামালপুরের বকশীগঞ্জের উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মকবুল হোসেন (৩০)। এ ঘটনায় তার বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিনোদের চর গ্রামের নিজ বাড়ি থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মকবুল নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেল দিয়ে যাত্রী আনা নেওয়ার কাজ করতেন।

জানা যায়, বুধবার (২৪ জুন) সকালে করোনার উপসর্গ জ্বর, ঠাণ্ডা নিয়ে ঢাকা থেকে বাড়িতে যান মকবুল। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাজিম শাহারিয়ার জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার জানান, স্বাস্থ্যবিধি মেনে মকবুলের মরদেহ জানাজা ও দাফন করার জন্য ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিনোদের চর গ্রামে তার বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে ও বাড়ির সবার নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৬জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :