যশোরে আরও ৩১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৭:৩১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২৭০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৩১ জন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার।

তিনি জানান, বৃহস্পতিবার ল্যাবে পরীক্ষিত নমুনার মধ্যে যশোরের ৮২টি। এর মধ্যে ৩১টির করোনা পজেটিভ এসেছে৷ এছাড়া মাগুরা জেলার ২৬টি নমুনা পরীক্ষায় সাতটি, খুলনার ৩০টি মধ্যে সাতটি, বাগেরহাটের ৫৮টির মধ্যে নয়টি এবং সাতক্ষীরার ৭৪টির মধ্যে ১৫টির করোনান পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা বের করে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করবে। স্থানীয় প্রশাসন বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবে।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, জেলায় নতুন শনাক্ত করোনা রোগীদের উপজেলা ভিত্তিক এলাকা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে৷

ঢাকাটাইমস/২৬জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :