করোনায় মারা গেলেন আরেক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:৪৮ | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৭:৩৫

মহামারি করোনাভাইরাসে সম্মুখসারিতে থাকা পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. তৌহিদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশের এই সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির উত্তরা বিভাগের (ট্রাফিক) এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।

শুক্রবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে পুলিশে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করলেন।

পুলিশ সদরদপ্তর জানায়, করোনা সংক্রমণের পর পুলিশের এই সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তার মৃত্যু হয়।

মৃত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :