মাগুরায় করোনায় আরও এক মৃত্যু, নতুন শনাক্ত ৭

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৮:৩৮

মাগুরায় করোনায় আক্রান্ত হয়ে মুন্সী মিজানুর রহমান (৬৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের বাসিন্দা ছিালেন। শুক্রবার সকাল ১০টার দিকে মাগুরা সদর হাসপাতালের করোনা ওর্য়াডের আইসোলেশনে তার মৃত্যু হয়।

এদিকে নতুন করে জেলায় সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা।

তিনি জানান, করোনায় মৃত্যু হওয়া মিজানুর রহমান ঢাকার একটি প্রেসে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ২৪ জুন বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। তিনি ২৫ জুন বৃহস্পতিবার মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মাগুরায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।

সিভিল সার্জন আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে পাঁচজন পৌর এলাকার বসিন্দা। এর মধ্যে ভায়না এলাকার একজন, আদর্শপাড়ার একজন, স্টেডিয়াম পাড়ার একজন, সদর হাসপাতাল পাড়ার একজন, পারলা গ্রামের একজন। বাকি দুইজনের মধ্যে সদরের বড়খড়ি গ্রামের একজন ও শ্রীপুর উপজেলার গোপালপুর গ্রামের একজন। তাদেরসহ জেলায় এ পর্যন্ত ৯৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ জন।

এদিকে গত ২১ জুন থেকে শহরের খানপাড়া ও পিটিআইপাড়া এলাকা রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ঢাকাটাইমস/২৬জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :