কুমিল্লায় মেডিকেলে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৯:৩৬

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মাঝে দুজন পুরুষ ও দুজন মহিলা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান,মৃতরা হচ্ছেন চান্দিনা উপজেলার কাশারিখোলা গ্রামের ইদ্রিস মিয়া (৬০), সদর উপজেলার বদরপুর গ্রামের হনুফা বেগম (৪৬), চান্দিনার শাহানার গেম (৬০) ও লাকসাম উপজেলার গোবিন্দপুরের আবদুল মান্নান (৬৫)।

সূত্র জানায়, এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন। এদের মধ্যে পজিটিভ ১৪ জন, উপসর্গে মৃত ৯৫ জন। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১১৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৪২ জন, করোনা উপসর্গ নিয়ে ৭২ জন। জেলায় করোনা পজিটিভের সংখ্যা দুই হাজার ৯৯৪ জন।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :