মাগুরায় প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৬ জুন ২০২০, ২০:০৯

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরায় প্রতারণার মাধ্যমে বিকাশের টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন এলাকা থেকে সমরেশ বিশ্বাস নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সমরেশ বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার মধুখালির ডুমাইন গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এ প্রতারণার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) মাসুম হোসেন জানান, সম্প্রতি প্রতারক চক্রটি মাগুরা সদরের আবালপুর গ্রামের এক গৃহবধূকে বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলে। এসময় কৌশলে পিন নাম্বার জেনে নিয়ে গৃহবধূর বিকাশ অ্যাকাউন্ট থেকে দুই দফায় মোট ৫৪০০০ টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ ঘটনায় ওই গৃহবধূ অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে অভিযান চালিয়ে ওই চক্রের অন্যতম সদস্য সমরেশ বিশ্বাসকে ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন, নগদ ১০০০০ টাকা জব্দ করা হয়। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/২৬জুন/পিএল