করোনায় শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে কাল ভার্চুয়াল সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ২২:০৬

করোনায় 'শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' বিষয়ে ভার্চুয়াল সেমিনার হতে যাচ্ছে। আগামীকাল শনিবার দুপুরে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ইরাব) আয়োজনে এই সেমিনার হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সেমিনারটি ইরাবের ফেসবুক পেজ ও গ্রুপে সরাসরি সম্প্রচারিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর হোসেন এবং ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন ইরাব সভাপতি মুসতাক আহমদ এবং স্বাগত বক্তব্য দেবেন ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক।

(ঢাকাটাইমস/২৬জুন/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :