সুস্থ আছেন ইংলিশ ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ১২:২৮

ক্রিকেট ফেরার সময় ঘনিয়ে আসছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড। করোনাকালীন সময়ে এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে মূল খেলার আগে সব ক্রিকেটারের করোনা টেস্ট করিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আশার খবর হলো সবারই কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট ৭০২ জনের করোনা পরীক্ষা করিয়েছে ইংল্যান্ড। করোনা পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ সিরিজ সংশ্লিষ্ট সবাই করোনামুক্ত আছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। পরীক্ষা করানোদের তালিকায় ক্রিকেটারদের পাশাপাশি আছেন ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইসিবির বিভিন্ন সাপোর্ট স্টাফ, হোটেল স্টাফসহ সবাই।

বিবৃতিতি ইসিবি লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি ৭০২টি পরীক্ষায় সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত খেলার সংশ্লিষ্ট সবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি আমরা। এর মধ্যে রয়েছে ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইসিবি স্টাফ, হোটেল স্টাফসহ জড়িত সবাই।’

সূচি অনুযায়ী ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৬ জুলাই ও ২৪ জুলাই থেকে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জীবাণুমুক্ত পরিবেশে ও দর্শকশূন্য স্টেডিয়ামে।

ইংল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দল: জো রুট (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগোরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জ্যামি ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, অমর ভার্দি, ক্রিস ওকস, মার্ক উড।

(ঢাকাটাইমস/২৭ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :