বগুড়ায় আরও ৬৭ করোনা রোগী শনাক্ত

প্রকাশ | ২৭ জুন ২০২০, ১৩:৪৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায়  নতুন করে আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধে্য ৪০ জন পুরুষ, ২২ জন নারী এবং ৫ শিশু রয়েছে। শনিবার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ১৭৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮টি নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাব থেকে ১২৮ টি নমুনার ফলাফলে ৪৯জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৬, শেরপুর ৪, শিবগঞ্জ ৩, ধুনট ২, শাজাহানপুর ও কাহালুতে একজন করে শনাক্ত হয়েছেন।

নতুন ৬৭ জন নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৬৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩২২ জন। মারা গেছেন ৪৭ জন। ফলে বর্তমানে মোট রোগীর সংখ্যা ২৩০০ জন।

ঢাকাটাইমস/২৭জুন/পিএল