মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:৩৬

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার গভীর রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা শহরের পুরান বাজারের স্বর্ণ ব্যবসায়ী রীতা জুয়েলার্সের মালিক সন্তোষ কর্মকারের (৬৫) মৃত্যু হয়। একইদিন বিকেলে নিজ বাড়িতে শহরের দরগাখোলা কালিবাড়ি এলাকার শ্যামাপদ শীলের (৭০) মৃত্যু হয়।

হাসপাতালে আবাসিক চিকিৎসক অখিল সরকার জানান, স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতের তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালের আইসোলেশনে মৃত্যু হয় তার। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে একইদিন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয় শহরের দরগাখোলা কালিবাড়ি এলাকার শ্যামাপদ শীলের। স্বাস্থ্য বিভাগ তারও নমুনা সংগ্রহ করেছে।

শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে শ্মশান কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে তাদের শেষকৃত্য সমপন্ন হয়েছে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/২৭জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :