করোনার উপসর্গে মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:৪১

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাস-কষ্টে ভুগছিলেন। এর মধ্যেই কয়েকদিন ধরে করোনার উপসর্গ সর্দি-জ্বর ও কাশি দেখা দেয়। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শুক্রবার রাত ১টার দিকে তিনি মারা যান।

শনিবার দুপুরে উপজেলা ইমাম পরিষদের কর্মীরা পৌর শহরের ঘাটান্দী আরফান আলী মহিলা মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় জানাজায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কোন লোকজন দেখা যায়নি।

এদিকে, করোনার উপসর্গ থাকায় ওই ব্যক্তির দুই ছেলে ছাড়া জানাজায় অংশগ্রহণ করেনি তার স্বজনরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদকে একাধিকবার মুঠোফোনে তার বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী শহীদুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :