তানোর ইউএনওর স্ত্রী ও সন্তানও করোনায় আক্রান্ত

তানোর (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২২:৫২

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। রাতে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় তানোর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সুশান্ত কুমার মাহাতো করোনায় পজিটিভ হন। স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) এবং ছেলে সুশান্ত মাহাতো (৪) করোনার টেস্টে পজিটিভ ফল আসে। তারা এখন সকলেই তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে গত ২৫ জুন ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও করোনাভাইরাসে আক্রান্ত হন।

মহামারি করোনা সংক্রমণ রোধে প্রথম থেকেই তানোর উপজেলায় প্রতিদিন মাঠে ছিলেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট, হোমকোরেন্টাইন নিশ্চিতকরণ, জনসচেতনতা সৃষ্টি ও হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিতেসহ সরকারি নির্দেশনা পালনে নিরলসভাবে কাজ করছেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। প্রতিদিন তানোরের বিভিন্ন জনবহুল স্থানসহ হাট-বাজার ঘুরে হ্যান্ডমাইকে ক্রেতা-বিক্রেতাদের করোনার বিষয়ে সচেতন করছেন। স্বাস্থ্যঝুঁকি এড়াতে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :