নীলফামারীর নদী ভাঙন রোধে ব্যবস্থার নির্দেশ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২৩:০৯

নীলফামারীর কিশোরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের তেলীপাড়া, ময়দানপাড়া, রুপালী কেশবা গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।

এছাড়া তিনি উপজেলার অন্যান্য ভাঙন এলাকার খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন।

‘নীলফামারীতে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় ছয় শতাধিক বাড়ি’ শিরোনামে ২৬ জুন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশ হয়। এটি প্রশাসনের নজরে পড়লে শনিবার দুপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোফাখ্খারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :