আবারও বিজিবির হাতে মহিষের চালান জব্দ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২৩:১১

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় মহিষের চোরাচালান যেন থামছে না। দুই দিনের ব্যবধানে আবারও অবৈধ সাতটি মহিষের চালান জব্দ করেছে বিজিবি।

শনিবার দুপরে উপজেলার জফরপুর এলাকা থেকে বোবারথল বিজিবি মহিষগুলো জব্দ করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। বিকালে বিজিবি বোবারথল ক্যাম্পে মহিষগুলোর নিলাম আয়োজন করেছে জুড়ী কাস্টমস।

এর আগে ২৫ জুন ৩০টি ভারতীয় অবৈধ মহিষ জব্দ করেছিল বিজিবি।

জানা গেছে, সীমান্ত চোরাকারবারিরা বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ মহিষের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে, এমন খবরে শনিবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিওপির টহল কমান্ডার সুবেদার নায়েক সোলাইমান আলীর নেতৃত্বে বিজিবি উপজেলার জফরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুরে চোরাকারবারিরা ৭টি ভারতীয় মহিষ নিয়ে যাওয়ার সময় বিজিবি মহিষগুলো জব্দ করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, জব্দ মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিকালে কাস্টমস কর্মকর্তারা এগুলোর নিলামের আয়োজন করেন।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :