২০০০ বছরের পুরনো ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগীরা

প্রকাশ | ২৮ জুন ২০২০, ১১:৪৭

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস

২০০০ বছরের পুরনো ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগীরা। এমনটাই জানিয়েছে, জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকরা।

তারা জানান, গ্রিসে ১০৫ জন করোনা আক্রান্তের ওপর এই গবেষণা চালানো হয়েছে। ৫৫ জন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে কোলকিসিন ওষুধ। টানা তিন সপ্তাহ ধরে রোজ এই ওষুধ দেওয়া হয়েছে তাদের। দ্রুত তাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

যাদের ওপর অন্যান্য ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাদের মধ্যে কিছুজনের স্বাস্থ্যের অবনতি হয়েছে, আবার কয়েকজন সুস্থ হচ্ছেন, তবে ধীরে ধীরে।

গবেষকরা বলছেন গেঁটে বাতের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই ওষুধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরের চিকিৎসক রাজীব বহল জানিয়েছেন, একটি রিপোর্টে জানা গিয়েছে, যে রোগীদের হৃদযন্ত্রের অবস্থার অবনতি হচ্ছে, তাদের ক্ষেত্রে কোলকিসিন প্রয়োগ করা হয়েছে। এই ওষুধ ব্যবহার করে সেই রোগীদের অবস্থার উন্নতি হয়েছে।

করোনার চিকিৎসায় আশা জাগাচ্ছে কোলকিসিন। তবে এখনই বলা যাবে না, করোনার চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা যায়। ভবিষ্যেত এই ওষুধ নিয়ে আরও অনেক গবেষণা দরকার। তারপরেই নিশ্চিত হওয়া যাবে।

তবে বিশেষজ্ঞদের বক্তব্য, আরও অনেক রোগীর ওপর পরীক্ষা করে দেখতে হবে যে সত্যিই কোলকিসিন ওষুধে কাজ দিচ্ছে কিনা!‌

(ঢাকাটাইমস/২৮জুন/এজেড)