বাগেরহাটে আরও ২২ জনের করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২০, ১৫:৩১

বাগেরহাটে চিকিৎসক, ব্যাংকারসহ আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। রবিবার দুপুরে আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সুব্রত কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ও ২৫ জুন পরক্ষিার জন্য পাঠানো নমুনার মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের শনাক্ত হয়। বাকিদের শনাক্ত হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে। নতুন শনাক্ত সকলকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে বাগেরহাটে শিশু ও নারীসহ মোট ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন।

ঢাকাটাইমস/২৮জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :