কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২০, ১৫:৫৮

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে মারা গেছে দুই নারীসহ ছয়জন। রবিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এসব তথ্য জানান।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে তিনজন, আইসিইউতে দুজন এবং করোনা ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার নাসিমা (৫৬), একই উপজেলার ফরিদ উদ্দিন (৭০), দেবিদ্বার উপজেলার মোসলেম (৭২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৪৮)।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :